প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:২০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মা হারা অবুঝ তিন সন্তানকে নিয়ে শুয়ে আছেন কর্মহীন বাবা

৭৫ বাংলাদেশ ডেস্ক::

পিরোজপুর অফিস::

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মা হারা অবুঝ তিন সন্তানকে নিয়ে শুয়ে আছেন কর্মহীন বাবা। জানাযায় বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাবগাছিয়া গ্রামের মো: রফিকুল ইসলাম এর স্ত্রী (৩৫) ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন। এবং ওইদিন বিকেলেই তাকে দাফন করা হয়।

উল্লেখ্য; মো: রফিকুল ইসলাম একজন দিনমজুরি কাজ করতেন। কাজ করতে গিয়েই মেরুদণ্ডে আঘাত প্রাপ্ত হন। সকলের সহযোগিতা নিয়ে কিছুটা সুস্থ হলেও কর্মহীন ছিলেন তিনি। তাদের দুই মেয়ে ও এগারোমাস বয়সী এক ছেলেকে নিয়ে কোন রকম সংসার চালাতেন তার স্ত্রী।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন