প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ । ৮:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে- ময়মনসিংহে জাপা নেতা কামাল

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল বলেছেন,  খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে।

এধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন  যুবসমাজকে বাজে নেশা থেকে দুরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে।

গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার  পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে।

সোমবার (২জানুয়রী) ময়মনসিংহ সদর উপজেলার নেহালিয়া কান্দা আজিজ সরকারের বাড়ী সংলগ্ন নেহালিয়া কান্দা ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাবের  উদ্যোগে আয়োজিত ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইয়াকুব আলীর সভাপতিত্বে জাপা নেতা কামাল আরও বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

পরে খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন