সারাদেশের ন্যায় একযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিনামুল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
আজ বোরবার নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বিশেষ করে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়, সোনারহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা, দক্ষিণ মরুয়াদহ বাগানের ঘাট আদর্শ বাজারপাড়া উচ্চ বিদ্যালয়, বালিকা দাখিল মাদ্রসাসহ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
এদিকে, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন কান্ত সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার রায়, সাংবাদিক জুয়েল রানা, হযরত বেল্লাল, সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম প্রমূখ। নতুন বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে বাড়ি ফিরে আসে।