প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ১২:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার নির্বাচন সম্পন্ন

এম আজিজুল ইসলাম, চীফ পার্বত্য রিপোর্টার।।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমা রহমান সভাপতি, শাহ এমরান রোকন সাধারণ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ট্রেজারার , সদস্য মুজিবুর রহমান, জামশেদ চৌধুরী , খোকন কুমার দে, জাতীয় কাউন্সিলার পদে চৌধুরী হারুনুর রশীদ, মুজিবুর রহমান ও যুব কাউন্সিলার পদে সানজিয়া জাহান চৌধুরী নির্বাচিত হন।

শনিবার (৩১ডিসেম্বর) সকালে এফপিএবি রাঙামাটি শাখা মিলনায়তনে সংস্থার বার্ষিক সাধারণ সভা ও শাখা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাঙামাটি শাখার সভাপতি মুজিবুর রহমান। দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রাশেদ ইকবাল নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ও নতুন নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন