প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ । ১২:০৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাবান্ধা মহা-সড়কে অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় পাথর ও বালু রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় তেতুলিয়া (৪ ডিসেম্বর) রবিবার বিকালে উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অনিয়ন্ত্রিতভাবে পাথর বাছাই ও রাস্তার উপর পাথর, বালু রেখে বায়ু দূষণ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১৫০০০/- (পনের হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়‌।

এসময় পাথর ক্রাশিং এর সাথে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহারের অভিযোগে ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ৪(চার) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সোহাগ চন্দ্র সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

তেঁতুলিয়া থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন