প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ । ৮:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

তেঁতুলিয়ায় মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ আটক-১

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।।

তেঁতুলিয়ায় মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার (৩ ডিসেম্বর) রাতে তেঁতুলিয়া বাংলাবান্ধা ঝারুয়াপাড়া থেকে মোঃ তবিবর রহমান (৩৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানার পুলিশ।

এ সময়ে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ পুরিয়া উদ্ধার করা হয়।

পুলিশ সুত্র জানায়, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউপি স্থলবন্দরের পাশে গাঁজা বিক্রিয়ের সময়ে তাকে আটক করা হয়। তিনি বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের স্থানীয় বাসিন্দা পিতা নাজিবদ্দীনের পুত্র।

গত শনিবার রাতে মডেল থানার পুলিশের এস আই আমানুল্লাহ নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এব্যাপারে মডেল থানার এসআই আমানুল্লাহ সহিত যোগাযোগ করা হলে জানান, নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ব্যবসাহী যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রক আইনে তেতুলিয়া মডেল থানায় নিয়মিত মাদকের মামলা রুজ্জু করা হয়।ধৃত আসামীকে রবিবার সকালে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন