প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ । ১:০৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের মানুষ ভাল নেই-সাংসদ শামীম

হযরত বেল্লাল, গাইবান্ধা প্রতিনিধি।।

জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন- দেশ আজ ক্লান্তিলগ্নের মধ্যে আছে। তেলের দাম বাড়ছে, ডলারের দাম বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, টাকার দাম কমছে। চাকরি নেই, যুবকরা দিন দিন বেকার হচ্ছে। দেশের মানুষকে নিয়ে কথা বলার লোক এবং দলের অভাব। দেশের মানুষ আজ ভাল নেই। এই সরকার ব্যাংক গিলে খাওয়া সরকার। দেশের মেগা প্রকল্প সমুহ বন্ধ হয়ে যাচ্ছে। এরশাদের আমলে এইসব সংকট ছিল না। সে কারণে জাতীয় পাটিকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কষ্ট করে বলেছিলেন, আমি সারা বিশ্ব থেকে টাকা নিয়ে আসি, গম নিয়ে আসি, চাল নিয়ে আসি আর ডাকাত দলরা তা গিলে খায়। এখনো ডাকাত দল আছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, কিন্তু তার সাথে যারা আছেন, তারা ব্যবসায়ী মনোভাব নিয়ে দেশকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশের এই সংকট মহুর্তে অর্থমন্ত্রীকে আমরা কথা বলতে দেখি না। তিনি কোথায় থাকেন তাও জানে না দেশের মানুষ। দেশের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জাতীয় পাটিকে শক্তিশালী করতে সকলকে নিরলস ভাবে কাজ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মাঠে জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেক পার্টি, জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় মহিলা পার্টি পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামীম উপরোক্ত কথাগুলো বলেন। পৌর জাতীয় পাটির সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পাটি সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি আবুল হোসেন মাওলানা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আজম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, বেলকা ইউনিয়ন জাতয়ি পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি শরিফুল ইসলাম শাহীন, ছাপড়হাটী ইউনিয়ন জাতীয় পাটির আশরাফুল আলম, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, মহিলা পাটির সভাপতি আকতার বানু ইতি, পল্লীবন্ধু পরিষদের আহবায়ক আব্দুর রাজ্জাক, ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন।

পরে পৌর শাখার জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় মহিলা পাটির্র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুলের মালা পরিয়ে পরিচয় করে দেন সাংসদ শামীম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন