প্রকাশের সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ । ৪:০২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে জেলা আ’লীগের সভাপতি আলম, সম্পাদক মোয়াজ্জেম || মহানগরে সভাপতি টিটু, সম্পাদক শান্ত

বিশেষ প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’কে নির্বাচিত করে ঘোষণা করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ঘটিকায় ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে এডভোকেট জহিরুল হক খোকা’র সভাপতিত্বে, এড. মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোহিত উর শান্ত’র যৌথ সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের বক্তব্য শেষে প্রধান অতিথি ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।

এর আগে জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সহযোগী ভাতৃপ্রতিম  সংগঠনের নেতা কর্মীরা সম্মেলনের সফলতা কামনা করে মিছিল সহ সার্কিট হাউজ ময়দানে প্রবেশ করলে মাঠ কানায় কানায় ভরে উঠে।

সম্মেলন শুরুতে জাতীয় সংঙ্গীত উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা ও মহানগর নেতৃবৃন্দের বিশাল মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হয়।

এসময় সার্কিট হাউজ ময়দানে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এর নেতৃত্বে জেলা ও মহানগরের সোহেল মাজহার খান, জে আলম শামীম, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, সারোয়ার জাহান শাহীন, আনোয়ার হোসেন, মোহন, মোখলেছ, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল, শফি আলম মন্ডল, নাহিদ হাসান ইলিয়াস, কইযুম মন্ডল, নুর হোসেন, বাচ্চু, ইমন, হুমায়ুন কবিরসহ বিশাল মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন।

নবগঠিত উভয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ময়মনসিংহ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দরা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন