প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ । ২:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের স্মৃতিফলক উন্মোচন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি।।

তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ১০ টায় তেঁতুলিয়া ও পঞ্চগড়ে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

তেঁতুলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত কাজী শাহাবুদ্দিন স্কুল ও কলেজের নিকটবর্তী স্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রশাসক জহুরুল হক,পুলিশ সুপার (পিপিএম) মো.সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু,নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা,জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প.ও.উ)উপ-সচিব মো: শাসসুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মো.আব্দুল মাজেদ, সহকারী প্রকৌশলী মো: হেদায়েতুল হক মিজা,প্রকল্প পরিচালক মো: মাহাবুব মোরশেদ, বীর প্রতীক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহবুবুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী মন্ডলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক ,স্কুল ও কলেজের ছাত্রীবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন