প্রকাশের সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২ । ৭:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ছাত্র নেতার উৎপাদিত শাক সবজি বিতরন

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর প্রতিনিধি।।

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিত্যাক্ত জমিতে উৎপাদিত শাকসবজি অসহায় দু:স্থ ও গরীব মানুষের মাঝে বিতরন করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্ত্বরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিকের উদ্যোগে তার উৎপাদিত সবজি বিতরন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল আহসান। এ সময় শতাধীক দুস্থ অসহায় মানুষের মাঝে এক একর জমিতে উৎপাদিত শাকসবজি বিতরন করে সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিক জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের পক্ষ থেকে জমিতে শাক ও সবজি উৎপাদন করে অসহায় সাধারণ মানুষদের মাঝে বিতরণ করেছি। ভবিষ্যতেও এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন