প্রকাশের সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ । ২:০৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়ায় মামুন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হেলাল উদ্দিন উজ্জল, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

সরকারি তিতুঁমীর কলেজের শিক্ষার্থী মামুন হাসান (২১) কে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্বেচ্ছায় রক্তদান লিভারেল ফাউন্ডেশন, আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজ, আছিম বহুমুখি উচ্চ বিদ্যালয় ও আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে।

গতকাল সোমবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে আয়োজিত মানববন্ধনে অনন্ত সহস্রাধিক শিক্ষার্থীসহ অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহতের বড় ভাই আসাদুজ্জামান, সাইদুল ইসলাম.মো. আ. মোতালেব, গোলাম ফারুক, মো. মফিজ উদ্দিন, সোহাগ ও জহিরুল ইসলাম। আসাদুজ্জামান বক্তব্যে বলেন, প্রেম সংক্রান্ত ঘটনায় মামুন হাসানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ গুম করার চেষ্টা করে ঘাতকরা। এঘটনায় মেয়ের পরিবার জড়িত রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।

গত শনিবার রাতে সরকারি তিতুঁমীর কালেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মামুন হাসানকে উপজেলার হোরবাড়ি বানার নদীর তীরে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শাকিল (১৮) নামের যুবককে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় নিহতের বড় ভাই আসাদুজ্জামান বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।

গত রবিবার বিকালে গ্রেফতারকৃত আসামী শাকিলকে ময়মনসিংহ ২ নং আমলী আদালতে হাজির করলে বিজ্ঞ আদালতের বিচারকের সামনে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা এস,আই হানিফ। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, মামুন হত্যা মামলা একজন গ্রেফতার হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। তদন্তে সবকিছু বের হয়ে আসবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন