প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ১১:০১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের আসল শক্তি: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক।।

সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ঢাকার ফার্মগেটে অবস্থিত এই নতুন অফিস থেকে পত্রিকাটির সংবাদ কার্যক্রম আরও বিস্তৃত, আধুনিক ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ড. মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম ও ব্যারিস্টার সায়েম রেজা।

এ সময় পত্রিকার সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী জুয়েল, ফজলুল করিম ভূইয়া টিপু, নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান, বার্তা সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন, সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম তপু, মোহাম্মদ মতিউর রহমান খান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারি পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, সহযোগী সম্পাদক খাইরুল কবীর সায়মন, উপ-সম্পাদক সিয়াম রশিদ, আবাসিক সম্পাদক মোঃ মনির হোসেন, নগর সম্পাদক অনিক খান এবং ডিজিটাল ইনচার্জ মারুফ বিল্লাহ।

এছাড়াও জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বুদ্ধিজীবী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি ড. আশরাফুর রহমান বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দৈনিক প্রতিদিনের কাগজ ইতোমধ্যেই সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য প্রকাশে আপসহীন থাকা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই একটি গণমাধ্যমের মূল দায়িত্ব—নতুন এই কার্যালয় সেই দায়িত্ব পালনে আরও শক্ত ভিত্তি তৈরি করবে।

তিনি আরও বলেন, সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ। প্রতিদিনের কাগজ এই মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষায়, “এই পত্রিকার লক্ষ্য হওয়া উচিত মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা। সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক বলেন, “ফার্মগেটের এই নতুন কার্যালয় থেকে আমরা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় সংবাদ পরিবেশন করব। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আগের মতোই আমরা আপসহীন থাকব।” তিনি আরও বলেন, “পাঠকের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে বস্তুনিষ্ঠ, যাচাইকৃত ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান মিসবাহ।

এই উদ্বোধনের মধ্য দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ গণজাগরণের নির্ভরযোগ্য, জাগ্রত কণ্ঠ হওয়ার প্রত্যয় নিয়ে তার নতুন যাত্রা শুরু করল।

উদ্বোধন শেষে অতিথিরা নতুন অফিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন