প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ৬:০২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাওলানা কামরুল আহসান এমরুলের পক্ষে ইশতেহার পাঠ করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

ইশতেহারে ময়মনসিংহে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিদ্যমান ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যা থেকে তিন হাজার শয্যায় উন্নীত করা, ময়মনসিংহ থেকে সিলেট ও রাজশাহীর সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ চালু এবং ঢাকা-ময়মনসিংহ অফিস টাইম ট্রেন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

এছাড়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে মোট ৭০ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম। তাছাড়া জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন