প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ১২:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিতর্কিত ইউনাইটেড বাস বন্ধ ও প্রশাসনের রহস্যজনক ভূমিকায় এনসিপি’র সংবাদ সম্মেলন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ফ্যাসিস্ট আমিনুল হক শামীমের বিতর্কিত ইউনাইটেড বাস বন্ধ ও প্রশাসনের রহস্যজনক ভূমিকা নিয়ে সংবাদসম্মেলন করেছে ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির জেলা সমন্বয়ক মো: জসিম উদ্দিন। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউনাইটেড এর হেলপার কর্তৃক নির্যাতিত হালুয়াঘাট এনসিপির সমন্বয়ক আবু রেহান প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রশাসন এখনো বহাল তবিয়তে আছে তারা চান না এনসিপি থাকুক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রশাসনের অধীনে এনসিপি কেনো নির্বাচনে গিয়েছে তা কেন্দ্রের নেতৃবৃন্দরাই বলতে পারবেন। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার ভূমিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্ধিহান প্রকাশ করেন।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনমনসিংহ বিভাগীয় সমন্বয়ক মো: মোকাররম আদনান, কৃষক শক্তি’র সমন্বয়ক মো: মাসুদ রানা, ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মো: মোজাম্মেল হক প্রমুখ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন