প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ১২:০২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এটা জানতে পেরে তাদের ‍ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক। তাই সরকারকে বলব তাদের প্রটোকল বিএনপির তিনগুণ বাড়িয়ে দিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা…এই সংবাদ দেখেছেন…তাহলে আমি বলব আপনারা সতর্ক থাকবেন। সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি জনতার উদ্দেশে বলেন, যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম সেই দলটি সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবত আমরা দেখতে পারছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। শুধু মিথ্যা কথাই না, গুণাহের কথা তারা বলছে।

তারেক রহমান জনতার উদ্দেশ্যে বলেন, দলটি কীভাবে মিথ্যা কথা বলছে চলেন শুনি আমরা। আজ আমরা যে মাটির বুকে দাঁড়িয়ে আছি এই মাটির নাম কী বলেন তো? এই মাটির নাম বাংলাদেশ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। যে দলটি সম্পর্কে আপনাদের সজাগ থাকতে বলছি…আমরা দেখেছি তখন কী ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেইসময় দেশের পক্ষে থাকত…যদি তাদের ভূমিকা সেসময় দেশের জনগণের পক্ষে থাকত…তাহলে ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ শহীদ হত না। আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার। আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।

সমাবেশে তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে জনগণ নির্বিঘ্নে মত প্রকাশ করতে পেরেছে। ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলো, তখন মানুষ সরকার সমালোচনা করতে ভয় পেতো না। কোনো মানুষ গুম বা খুনের শিকার হয়নি।

বিগত নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সেই নির্বাচন ছিলো তামাশার। জনগণের ভোটাধিকার ছিলো না। মানুষ তার কষ্টের কথা বলবে—এমন কাউকেও খুঁজে পায়নি।

উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা থেকে সিলেট যেতে যত সময় লাগে, লন্ডন যেতে তার চেয়েও কম সময় লাগে। এটিই আগের সরকারের উন্নয়নের বাস্তব চিত্র।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদরাসা মাঠের জনসভা থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারে পৌঁছান তারেক রহমান। আইনপুরের সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ফজলুল কবিরের সভাপতিত্বে চারজন সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে আগামী মাসের ১২ তারিখের নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। বহু মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গুম-খুনের শিকার হয়েছে। সেই ত্যাগের মর্যাদা দিতে হলে কোথায় সিল মারতে হবে- ধানের শীষেই সিল মারতে হবে।

দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। একমাত্র ধানের শীষই সেই নিশ্চয়তা দিতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন