প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১১:৪৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি বিদেশী রিভলবারসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর বনানী এলাকা থেকে একটি বিদেশী রিভলবারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- আব্দুস সামাদ (২৫)।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় বনানী থানাধীন কড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বনানী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বনানী থানাধীন কড়াইল জামাই বাজার ঝিলপাড় নরসিংদী পট্টি এলাকার একটি বাসায় রিভলবারসহ একজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বিদেশী .২২ ম্যাগনাম মিনি রিভলবারসহ আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বনানী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন