প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৪:১৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মরহুম সুজা উদ্দিন সুজার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হাসান।।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ও সাবেক ৪নং ওয়ার্ডের কমিশনার মরহুম সুজা উদ্দিন সুজার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৯ জানুয়ারী ) সোমবার বিকালে ১১নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম সুজা উদ্দিন সুজার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন

ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ময়মনসিংহ মহানগর বিএনপি-র যুগ্ম আহ্বায়ক
অধ্যাপক শেখ আমজাদ আলী,
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন ,
এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা মরহুম সুজা উদ্দিন সুজার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন শ্রমজীবী ও নির্যাতিত মানুষের আশ্রয়স্থল। ত্যাগ, সাহস ও নেতৃত্বের মাধ্যমে তিনি শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন আজও নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন, মরহুম সুজা উদ্দিন সুজা আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন