প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- ১। শামসুন নাহার ওরফে সামছি বেগম (৫৬)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকায় মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মতিঝিল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন আরামবাগ বাস কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি শামসুন নাহার ওরফে সামছি বেগমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত শামসুন নাহার ওরফে সামছি বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর মতিঝিল সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন