প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ৭:৪৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউস কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।

প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে সমাজ, দেশ ও দেশের বাইরের মানুষ তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিক হিসেবে আপনাদের একান্তই কর্তব্য। আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি আরো জানান, সাংবাদিকগণ যাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র হতে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।

সভাপতি বক্তব্য বলেন,সাংবাদিকতা হচ্ছে এমন একটি পেশা যেখানে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হয়। আপনাদের একটি সংবাদ এর প্রতিক্রিয়া সারা দেশ এবং বিশ্বে তার প্রতিফলন সৃষ্টি হয়।আসন্ন নির্বাচনে সততা ও নৈতিকতা বজায় রেখে নির্বাচনী সংবাদ প্রচারণার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আপনারা ভূমিকা রাখবেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীরা আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো: শহিদুল ইসলামসহ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন