প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ১০:১৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ফারুক হোসেন খান (৪৬) ২। মোঃ খোকন আলী আকন্দ (৪১) ৩। মোঃ আবুল কালাম (৪০) ৪। মোঃ কামরুল ইসলাম (২৪) ৫। মোঃ ফয়সাল হাসান রনি (৪২) ৬। মোঃ ওমর (২১) ৭। মোঃ আরিফ মিয়া (৩৫) ৮। মোঃ সাইম ওরফে সজল (২২) ৯। সিলন মিয়া (৩০) ১০। মোঃ বুলবুল (২৮) ১১। মোঃ সোহান (২২) ১২। মোঃ শামসুল ইসলাম (৪৯) ১৩। মোঃ শ্যামল (৫০) ১৪। মোঃ শাওন হাসান (১৯) ১৫। মোঃ রাকিব হোসেন ব্যাপারী (২৭) ও ১৬। ফনি গাজী (২৬)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) পল্টন মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন