প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ২:১৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ বড় মসজিদে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী জামিয়া ফয়জুর রহমান (রহ) বড় মসজিদ মোমেনশাহী’র শিক্ষার্থীদের ওপর সংঘটিত নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামি আম্মার ও আলিফের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়।

শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর নগরীর বড় মসজিদের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টাউনহল জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলটির আয়োজন করে জামিয়া ফয়জুর রহমান (রহ) মোমেনশাহী’র শিক্ষক-ছাত্রবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগান বহন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, একটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্র পরিবেশে এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তারা বলেন, অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হামলার ঘটনায় গ্রেফতার হওয়া আম্মার ও আলিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের পেছনে শক্তিশালী মদদদাতা রয়েছে বলেও অভিযোগ তোলা হয়। বক্তারা বলেন, শুধু গ্রেফতার নয় এই ঘটনায় জড়িত সকল সহযোগী, পরিকল্পনাকারী ও মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১) বিভিন্ন কলঙ্কজনক কর্মকাণ্ডে লিপ্ত মদদদাতা হাফেজ শহিদের পুত্র কুখ্যাত সন্ত্রাসী আম্মার ও তার সহযোগী আলিফের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করা।
২) গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত বাকি সকল সন্ত্রাসীকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা।
৩) মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা।
৪) ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশৃঙ্খলাকারী হাফেজ শাহিদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা।
৫) শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস বন্ধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ।

বক্তারা আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীরা দেশের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে হামলা মানে সমাজের ভিত্তির ওপর আঘাত হানা। তাই প্রশাসনকে অবিলম্বে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন