বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সভাপতি রিফাত রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।
বৃহস্পতিবার (৮জানুয়ারি) সাক্ষরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক স্মারকে (স্মারক নং: বৈছাআ/২০২৬-২৭/ম. ক./০১,অনুসারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃনাফিউল সুলতান রোহান, সদস্য সচিব হিসেবে মোঃ শরিফুল ইসলাম , মুখ্য সংগঠক হিসেবে সাকিব হাসান রিমন এবং মুখপাত্র হিসেবে অনিক তরফদার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনের তারিখ থেকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ময়মনসিংহ জেলা শাখার কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই কমিটির মাধ্যমে ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

নিজস্ব প্রতিবেদক।।