প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ২:০৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুর সীমান্তে বি‌দেশী মদ জব্দ

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর প্রতিনিধি।।

নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন বি‌দেশী মদ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। ভার‌তের তৈরি জব্দকৃত এসব মাদকদ্রব্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের কা‌ছে হস্ত‌ান্তর করা হ‌বে।

একই দিন সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালয়‌নের (৩১ বি‌জি‌বি) অ‌ধিনায়ক লে. ক‌র্নেল তৌ‌হিদুল বারী (পিএস‌সি)।

৩১ বি‌জি‌বি অ‌ধিনায়ক জানান, আজ (শুক্রবার) বি‌কেল ৪টার দি‌কে নেত্রকোনা ব্যাটালয়‌নের নলুয়াপাড়া বিও‌পি’র (বর্ডার অবজার‌বেশন পোষ্ট) চার সদ‌স্যে এক‌টি বি‌শেষ টহল দল মাদক বি‌রোধী অ‌ভিষান প‌রিচালনা ক‌রে।

এ অ‌ভিষা‌নে ওই বিও‌পির দা‌য়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/২-এস হ‌তে আনুমা‌নিক তিন‌শো গজ বাংলা‌দে‌শের অভ্যন্তরে, দুর্গাপুর সদর ইউনিয়‌নের গোপালবা‌ড়ি নামক এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন অবস্থায়, নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ হ‌য়ে‌ছে ব‌লে জানান বি‌জি‌বি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন