প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৩:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর কাপ্তানবাজার এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- সঞ্চয় দে (৩৮)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম যাত্রাবাড়ী থানাধীন কাপ্তানবাজার এলাকায অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে মাদককাজে ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সঞ্চয় দে একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন