প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৩:৩৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরের শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ১ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরবর্তীতে পরিবহনের মাধ্যমে পাঁচারকালে ২ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ২ ই জানুয়ারি শুক্রবার সারাদিন ধরে উপজেলার ভায়াডাঙ্গা বাজার সহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচাল না করা হয়।

এ সময় বালুভর্তি ১টি মাহেন্দ্র ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দুই জনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন,অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় শ্রীবরদী থানার এসআই মো: মজিবুর রহমান,উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো ইনসান আলী সহ পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী কর্মকর্তার পরিচাপরিচালনার খবর পেয়ে বালু উত্তোলনের মেশিন মাটির নিচে দাবিয়ে রাখে। তা উঠিয়ে ধ্বংস করা হয়। কোনো ক্রমেই অবৈধভাবে বালু উত্তোলন করার সুযোগ নেই অভিযান অব্যহত থাকবে । দুই নং রানিশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি চিকিৎসার কাজে ভোর ৫ টা সময় চলে এসেছি ঢাকাতে নির্বাহী কর্মকর্তা স্যার মোবাইল কোর্ড পরিচালনা করেছে আমি শুনতে পেয়েছি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন