প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ২:১৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পাওয়া অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবই থেকে শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত বইটির গদ্যাংশে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে ভাষণটি অন্তর্ভুক্ত ছিল এবং ৩১ থেকে ৩৬ পৃষ্ঠাজুড়ে পুরো ভাষণ তুলে ধরা হতো। তবে এবারের নতুন সংস্করণে সেটি আর রাখা হয়নি।

নতুন বইয়ে গদ্যাংশের সংখ্যা ১২টির পরিবর্তে ১১টি করা হয়েছে। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মোতাহের হোসেন চৌধুরী, মমতাজউদদীন আহমদ, মুস্তাফা মনোয়ার, বিপ্রদাশ বড়ুয়া, শামসুজ্জামান খান, হুমায়ুন আজাদসহ অন্যান্য লেখকদের গদ্য স্থান পেয়েছে। কবিতাংশে আগের মতোই ১৩টি কবিতা রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন