প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ২:০৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর করলেন যুবলীগ নেতার ছেলে

বরিশাল প্রতিনিধি।।

বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ফকির বাড়ি রোডে অবস্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। একই ভবনের দোতলায় অবস্থিত গণশিল্প সংস্থার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

বিষয়টি জানতে পেরে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভাঙচুরে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়টি দীর্ঘ ৪৮ বছর ধরে ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই কার্যালয়ের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক পলাতক নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার সহযোগীরা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা অফিসের চেয়ার, টেবিল ও ফ্যান ভেঙে ফেলে এবং বেশ কয়েকটি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় দলীয় কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়, যার আর্থিক মূল্য লক্ষাধিক টাকা। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

জাতীয় কৃষক সমিতির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মুজাম্মেল হক ফিরোজ বলেন, নিয়মিতভাবে অফিসের ভাড়ার টাকা পরিশোধ করা হচ্ছিল। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি ক্ষতিপূরণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার দাবি করেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং ভাড়াটিয়া ও মালিক পক্ষের মধ্যে বিরোধ। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন