প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ৬:১০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৫১৬ মামলা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫১৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫ টি বাস, ১৪ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১১ টি মোটরসাইকেলসহ মোট ৫৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩ টি ট্রাক, ৩ টি সিএনজি ও ৩ টি মোটরসাইকেলসহ মোট ১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৭২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২ টি বাস, ২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮ টি বাস, ৩ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৫০ টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি সিএনজি ও ১৩ টি মোটরসাইকেলসহ মোট ২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২ টি বাস, ৪ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৩০ টি গাড়ি ডাম্পিং ও ৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন