প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ । ১:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মহাপ্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আগামী বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) হতে শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ধারা-২৮ ও ২৯ এর অর্পিত ক্ষমতাবলে নিম্নোক্ত নির্দেশনা সমূহ জারি করা হলো:

১। উক্ত সময়ে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হলো।

২। উন্মুক্ত স্থানে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালী বা শোভাযাত্রা করা যাবে না।

৩। উচ্চ শব্দে গাড়ীর হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোন কর্মকান্ড করা যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন