প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৫:১১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর যৌথ অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার।।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান দল গতকাল বিকালে ঢাকার ইকুরিয়া থানা, বনগ্রাম বাজার, কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে একটি নির্মাণাধীন ভবন থেকে মোঃ সোলাইমান হোসেন শুভ (২৮) এবং মোঃ মোফাজ্জেল হোসেন (৩০) নামের দুইজন ব্যক্তিকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন