প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৫:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান, চাইলেন দোয়া

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তারেক রহমান এই কৃতজ্ঞতা জানান। পোস্টে তিনি লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বার্তায় তারেক রহমান বলেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী ও আপসহীন নেত্রী, আবার অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। তার ভাষায়, দেশ আজ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।

মায়ের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি লেখেন, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও খালেদা জিয়া ছিলেন পরিবারের প্রকৃত অভিভাবক। “তার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে,” লেখেন তিনি। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং নিপীড়নের শিকার হয়েও তিনি পরিবারে সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছেন।

পোস্টে তিনি বলেন, দেশের জন্য খালেদা জিয়া স্বামী ও সন্তান হারিয়েছেন। তাই দেশ ও দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা ও তার অস্তিত্ব। “তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে,” লেখেন তারেক রহমান।

বার্তার শেষাংশে তিনি বলেন, “আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন