ময়মনসিংহ গণপুর্ত বিভাগে অনিয়ম ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে। ঠিকাদারদের কাজ নেওয়ার আগেই ১০℅ টাকা ঘুষ দিতে হয় নির্বাহী প্রকৌশলী, উপ বিভাগীয় প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীদের।
ঘুষ বাণিজ্যর কারনে মাঠের কাজ হয় সিডিউল বহিভুর্ত নিম্ন মানের।
জানা যায়, চলতি অর্থ বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, গণপুর্ত জোন অফিস, নির্বাহী প্রকৌশলীর অফিস-বাসা ও সরকারি কোয়ার্টার অতিরিক্ত ব্যয় দেখিয়ে রিপেয়ার ও মেরামত কাজ করা হচ্ছে। যা প্রাক্কলিত মুল্যের চেয়ে কম টাকা দিয়ে কাজ বাস্তবায়ন করা যেত। জানা যায় ময়মনসিংহ কেন্দুয়া গণপুর্ত ও সদর উপ বিভাগের অধিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সাহেব কোয়ার্টার, সদর উপ বিভাগীয় প্রকৌশলীর অফিস, নির্বাহী প্রকৌশলীর অফিস মেরামত ও রংকরন এর নাম মাত্র কাজ সমাপ্ত করে শতভাগ কাজ সমাপ্ত দেখিয়ে বরাদ্দের সিংহভাগ ভাগবাটোয়ারা করছে। যা সুষ্ঠু তদন্ত হলে বেড়িয়ে আসবে।
এ ব্যাপারে গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস এর মতামত জানতে ফোন দিয়ে পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক।।