প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ৯:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্টুডেন্টস ওয়েল ফেয়ার ক্লাবফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মো. হেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়।।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্টুডেন্টস ওয়েল ফেয়ার ক্লাব এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে বিষ্ণুরামপুর গ্রামে মির্জাবাড়ি খন্দকার মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মির্জা খাইরুল আলম এর সভাপতিত্বে নান্দাইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর মির্জা মোঃ মাহমুদুল হাসান সাইদ প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মা) আলহাজ্ব মির্জা মোঃ এলাহী নেওয়াজ, আমন্ত্রিত অতিথি জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের নার্সিং অফিসার তানজিনা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মির্জা আসাদুজ্জামান নূর, মির্জা সারোয়ার হোসেন, মোঃ মোমেনুল ইসলাম, স্টুডেন্টস ওয়েল ফেয়ার ক্লাব এর সভাপতি মোঃ মেহেদী হাসান, সম্পাদক মির্জা খালেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মির্জা মোঃ মাহমুদুল হাসান সাইদ তার বক্তব্যে বলেন, স্টুডেন্টস ওয়েল ফেয়ার ক্লাবটি ২০২২ সালে প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। ব্লাড গ্রুপ ক্যাম্পেইন, অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করে আসছে। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এই সংগঠনের সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন