তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ২০২৫।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ আনোয়ার হোসেন, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এবং আল-আমিন, জেলা ক্রীড়া কর্মকর্তা, ময়মনসিংহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাফরুল্ল্যাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে সম্পৃক্ত করতেই এ ধরনের ক্রীড়া আয়োজন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।
খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে বলেও তারা উল্লেখ করেন।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন দল অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী আন্দোলনকে জোরদার করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহ-এর সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মোঃ সেলিম সাজ্জাদ।।