প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইলিয়াছ (২৪)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ০২:৪০ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন স্পীড বার্ড সিএনজি স্টেশন সংলগ্ন হোসেন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন স্পীড বার্ড সিএনজি স্টেশন সংলগ্ন হোসেন রোড এর ফুট ওভার ব্রিজের দক্ষিণ পার্শ্বের রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন