প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ১১:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ হাসপাতাল পরিদর্শনে এসপি

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ হাসপাতাল ২৪ ডিসেম্বর (বুধবার) পরিদর্শন করেন। পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশুনার প্রতি মনযোগী হয় এবং পরীক্ষায় ভাল ফলাফল করতে পারে সেবিষয়ে শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার ।

পরবর্তীতে তিনি পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, হাসপাতালে এসে যেন রোগীরা ঠিকমত সেবা পায় এবং হাসপাতালে কর্মরত ডাক্তার ও স্টাফদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের ল্যাব, ওষুধ সরবরাহ শাখা, স্টোর রুম ও ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাসপাতালে ভর্তিরত রোগীদের খোজখবর নেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ হাসপাতালের ডাক্তার, স্টাফ ও পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন