আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও নান্দাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব হাসমত মাহমুদ (তারিক)।
পারিবারিক সুত্রে বেড়ে ওঠা হাসমত মাহমুদ তারিক এর পিতা মরহুম আব্দুল হাকিম ভূইয়ার ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ, জনপ্রতিনিধি এবং শিক্ষানুরাগী। মরহুম আব্দুল হাকিম ভূইয়া তার জীবনদশায় যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন, নান্দাইল থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও নান্দাইল উপজেলার সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্বপালন করেন এবং নান্দাইল উপজেলায় কলেজ, স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এই বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী।
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম ভূইয়ার সুযোগ্য পুত্র হাসমত মাহমুদ তারিক পিতার ঐতিহ্য ধারণ করে নান্দাইল উপজেলার জনমানুষের মাঝে আস্থাশীল হয়ে উঠেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কেন্দ্রীয় কার্যালয় থেকে তার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তি, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান আরজু, অধ্যক্ষ এমদাদুল হক খান, মো: কবির আলী, কাউসার আহমেদ সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক।।