প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার কারাগারে

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক এই সদস্য ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ এ আদেশ দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক এই এমপি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. মোস্তাসিনুর রহমান বলেন, আদালতে আত্মসমর্পণের পর বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতে মো. আমীর হোসেন নামের এক ব্যক্তি এ মামলাটি দায়ের করেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা।

পরে চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআইআরভুক্ত করে। এরপর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার এজাহারে বাদী দাবি করেন, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে মামলার আসামিরা বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে।

এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন