প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৬:২৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরপুরে কুপিয়ে যখম করলো এনসিপি নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ছয়জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাদের সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিল বলে অভিযোগ করেন আহতরা।

এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত বলে দাবি করে তাদের দ্রুত বিচার দাবি করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন