প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ৭:০২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধারর

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর পল্লবী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, পল্লবী থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবী থানাধীন মিরপুর ১১ এর ছয় তলা বিশিষ্ট পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্রগুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভালবারের কাভার, একটি চাপাতি ও দুইটি ছোট ছুরি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন