প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৯:০১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল সরকার

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সভায় জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

একই সঙ্গে নির্বাচন কালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও কূটনীতিকদের অবহিত করা হয়।

ব্রিফিংয়ে দূতাবাসগুলোর নিজস্ব নিরাপত্তা নিয়েও সরকার পূর্ণ আশ্বাস প্রদান করে। সভায় ঢাকাস্থ বিভিন্ন দেশের প্রায় চল্লিশ জন কূটনীতিক অংশ নেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন