প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজারীবাগে হোস্টেলে মিলল এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর হাজারীবাগ থানার আওতায় থাকা ঝিগাতলা জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম-সমন্বয়কারী ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা, পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, রুমী আত্মহত্যা করেছেন। পারিবারিক কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যম কে জানান, ঝিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন