প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৭:৫৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ২৪ ঘন্টায় ৩৯২ জন গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ০০.০১ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৯২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী ও ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ব্যক্তি।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর প্রবেশ ও বহির্গমন এগারোটি স্থানে বিকাল ০৪.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ৭৬৯ টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন