প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ১:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠোঁট কাটা আলতাফসহ ১৬ জন গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ঠোঁট কাটা আলতাফসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৩৪) ২। সাইফুল ইসলাম (৩৭) ৩। মোঃ আমির হোসেন ফিরোজ (৪৭) ৪। রওশন মিয়া (৩৩) ৫। সিফাত মিয়া (১৯) ৬। বাইজিদ মিয়া (২২) ৭। কাজী সাদমান (২৫) ৮। রায়হান হোসেন (২৪) ৯। মোহাম্মদ হুমায়ুন কবির (৪২) ১০। মোঃ রায়হান (৩১) ১১। মোঃ ফিরোজুর রহমান (৪৫) ১২। মোহাম্মদ ফারুক (৪২) ১৩। মোঃ ইমরান হোসেন (৪৫) ১৪। সাইদুল আলম (২৭) ১৫। জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) ও ১৬। তাসলিমা (৪০)।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন থানার ২২ টি মামলায় অভিযুক্ত ঠোঁট কাটা আলতাফসহ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন