প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ১১:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসমান হাদিকে গুলি: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করেছে র‍্যাব

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে আটক করেছে র‍্যাব।

তারা হলেন- ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া।

রবিবার তাদের ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। এর মধ্যে সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে আটক করা হয়। পরে তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনার আগে পরে তাদের তিনজনের ফয়সালের সঙ্গে যোগাযোগ ছিল সন্দেহে তাদের আটক করা হয়েছে। আমরা তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি। বাকি তদন্ত থানা পুলিশ করবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন