প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ১১:৫১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত Park Young-Sik রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে সেনাসদরে সেনাপ্রধানের সাথে আজ বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সেনাপ্রধান মান্যবর রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন