প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সীমান্ত দিয়ে লোক পারাপারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফয়সাল ও আলমগীর। রবিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছে ডিএমি।

পুলিশ জানায়, ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতরা যেন সীমান্ত পার হতে না পারে, সে জন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টদের পাসপোর্টও ব্লক করা হয়েছে।

এর আগে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন