ময়মনসিংহ নগরীতে শীতের প্রভাব জেঁকে বসায় রাতে রাস্তায় ঘুরে দেখা যায় ভবঘুরে পথশিশু, দিনমজুর ও রাতের যানবাহন চালকদের অনেকের গায়েই নেই পর্যাপ্ত শীতবস্ত্র। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে।
এদিকে শীতবস্ত্র কেনার জন্য নগরীর মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে ফুটপাতের দোকানগুলো। তুলনামূলক কম দামে পোশাক পাওয়া যায় বলে এখানেই মিলছে তাদের কিছুটা স্বস্তি।
কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, নগরীতে আধুনিক শপিংমল ও বড় বড় দোকানের সংখ্যা বাড়লেও এসব দোকানে দাম অতিরিক্ত বেশি। নিম্নআয়ের লোকজনের অভিযোগ আমাদের মতো মানুষ এসব দোকানে ডুকবে তো দূরের কথা, সামনে যেতেও চাই না। শিশুদের শীতের পোশাক কিনতে বাসাবাড়ী মার্কেট, গাঙ্গিনাপাড় ও মুকুল নিকেতন স্কুলের পেছনের দোকানগুলিই আমাদের ভরসা।
নগরবাসীর দাবি, বড় দোকানগুলো ন্যায্য দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে। ফলে ফুটপাতের দোকানগুলো না থাকলে শীতের মৌসুমে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য পোশাক কেনা কঠিন হয়ে পড়ত।
স্থানীয়দের অনুরোধ শীতের সময় যেন অন্তত সন্ধ্যার পর থেকে ফুটপাতের দোকানগুলো খোলা রাখার বিশেষ ব্যবস্থা নেয় নগর প্রশাসন। একই সঙ্গে পথমানুষ ও নিম্নআয়ের পরিবারের জন্য সরকারি তহবিল থেকে শীতবস্ত্র বিতরণের দাবি জানান তারা।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নাজমুল হাসান, ময়মনসিংহ।।