প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পতিতালয়ে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

নাজমুল হাসান, ময়মনসিংহ।।

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় পতিতালয়ের ঠাকুরবাড়ী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত শফিকুল ও তার স্ত্রী পুইট্টা শিল্পীর দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। লাগাতার ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ, হামলা ও প্রাণনাশের হুমকিতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সন্ধ্যায় ওই এলাকায় ফের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শিল্পী আক্তার কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল ও তার স্ত্রী পুইট্টা শিল্পী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে রমেশ সেন রোডের ঠাকুরবাড়ী এলাকায় এসে শিল্পী আক্তারকে অকারণে গালিগালাজ শুরু করে। গালিগালাজে বাধা দিলে শফিকুল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে ধাওয়া করে।

ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তিনি প্রাণে রক্ষা পান। এ সময় অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় যে, এ বিষয়ে বাড়াবাড়ি করলে বা থানায় অভিযোগ দিলে সুযোগ পেলে তাকে হত্যা করা হবে এবং উল্টো তার নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে।

শিল্পী আক্তার আরও অভিযোগ করেন, শফিকুল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে তার সঙ্গে ঝগড়া-বিবাদ, মারধর, হুমকি ও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির চেষ্টা করে আসছে। এসব ঘটনায় তিনি বর্তমানে সামাজিক ও শারীরিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষও এই সন্ত্রাসী আচরণের কারণে আতঙ্কিত।

তিনি জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষ্যপ্রমাণ রয়েছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করলে ঘটনার সত্যতা উদ্ঘাটিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন