প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ১২:৫৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করতে প্রতি মাসে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে ১১টি ক্যাটাগরিতে ৫৭ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় শহরের কাচারী রোডস্থ সুবর্ণ বাংলা পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আজগর হোসেন রবিন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জহর লাল দে।

সভায় মুখ্য সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ রেওগীর। এছাড়াও সাংবাদিক আলমগীর কবির উজ্জল খান, নজরুল ইসলাম মিন্টু, সুমন ভট্টাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, হাবিবুর রহমান হাবিব, আরিফ রব্বানী, সজিব রাজভর বিপিন, এজি জাফর, আজাহারুল ইসলাম, আবুল হোসেন পাশা, আমিনুল ইসলাম রুবেল, আবু হান্নান সরকারসহ অনেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও মতামত উপস্থাপন করেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। নৈতিকতা, তথ্য যাচাই, অনুসন্ধানী মনোভাব ও পেশাদারিত্ব রক্ষায় নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এমন উদ্যোগ ভবিষ্যৎ সাংবাদিক প্রজন্মকে আরও যোগ্য করে তুলবে এবং গণমাধ্যমের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শিবলী সাদিক খানকে প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সাংবাদিক আরিফ রেওগীর, জহর লাল দে, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য, আরিফ রব্বানী, সজিব রাজভর বিপিনকে।

গঠিত উপ-কমিটিগুলো হলোঃ-
১. প্রশিক্ষণ উপ-কমিটি (৯ জন)
২. অর্থ বিষয়ক উপ-কমিটি (৫ জন)
৩. প্রচার ও প্রচারণা উপ-কমিটি (৫ জন)
৪. শৃঙ্খলা উপ-কমিটি (৫ জন)
৫. আপ্যায়ন উপ-কমিটি (৫ জন)
৬. অনুষ্ঠান ব্যবস্থাপনা উপ-কমিটি (৫ জন)
৭. তথ্য প্রযুক্তি উপ-কমিটি (৫ জন)
৮. অতিথি ব্যবস্থাপনা উপ-কমিটি (৫ জন)
৯. রেজিস্ট্রেশন উপ-কমিটি (৪ জন)
১০. সনদ বাস্তবায়ন উপ-কমিটি (৫ জন)
১১. প্রশিক্ষণ সমন্বয়ক উপ-কমিটি (৪ জন)

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি জানায়, প্রতি মাসের শেষ শনিবার বিকাল ৪টায় এ নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশিক্ষকরা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করবেন।

উদ্যোক্তারা আশা করছেন, এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন